শিব মন্দিরে দুঃসাহসিক চুরি, পাঁচ লক্ষ টাকার সোনা-রূপো উধাও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ডিপিএল টাউনশিপের মহাদেব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দির সংলগ্ন ঘরের দরজা ও আলমারি ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা, রূপো ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার সকালে মন্দিরের সেবাইত প্রথমে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভিতরে ঢুকে দেখা যায়, আলমারি ভাঙা এবং ভিতরের সব মূল্যবান সামগ্রী উধাও। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে সোনার গয়না, রূপোর পাত্রসহ একাধিক দামী সামগ্রী।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার পর মন্দির চত্বরে নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। রাতে পর্যাপ্ত নজরদারির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ইস্ট) অভিষেক গুপ্ত জানান, “তদন্ত চলছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।” এদিকে, এলাকাবাসী মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি তুলেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
