তাজ্জব! দুর্গাপুরের পরিত্যক্ত স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে শত শত সবুজ সাথীর সাইকেল

তাজ্জব! দুর্গাপুরের পরিত্যক্ত স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে শত শত সবুজ সাথীর সাইকেল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তাজ্জব ব্যাপার! পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের একটি পরিত্যক্ত স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের বহু সাইকেল। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পের সাইকেল এভাবে অযত্নে পড়ে থাকায় শুরু হয়েছে বিতর্ক। সরকারী আধিকারিকদের একাংশ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করছেন বলে অভিযোগ স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের। সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।

জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত শিবাজী রোড হাইস্কুলের ক্লাসরুমে অযত্নে পড়ে রয়েছে সারি সারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পুরু ধুলো জমেছে সাইকেলের উপর। সাইকেলের হ্যান্ডেলে মরচে পড়ছে। প্রতিটি ক্লাসরুমেই রাখা হয়েছে সবুজ সাথীর সাইকেল। স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এখান থেকেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে সরকারি এই প্রকল্পের সাইকেল বন্টন করা হতো।

তাহলে কেন এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে সাইকেলগুলি? তাছাড়া সাইকেল রাখার জন্য কেনই বা দুর্গাপুর ইস্পাত কারখানার এমন ঝোঁপঝাড়ে ঢাকা পরিত্যক্ত পোড়ো স্কুলবাড়ি বেছে নেওয়া হয়েছে? কেন কোনও সরকারি জায়গায় নিরাপদে সাইকেলগুলি রাখার ব্যবস্থা করা হয়নি? দুর্গাপুর নগর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই স্কুল। স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রাজীব ঘোষ পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে বলেন, “সরকারী আধিকারিকের একাংশ রাজ্য সরকারকে কালিমালিপ্ত করে চলেছেন এই ভাবে।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক কানাইলাল দে। তবে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, প্রয়োজনের অতিরিক্ত সাইকেল কেন কেনা হয়েছে? তাহলে কী এখানেও কোনও অনিময়ের গন্ধ রয়েছে? তাই এমন এক পোড়ো স্কুল বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে সাইকেল? উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
তাজ্জব! দুর্গাপুরের পরিত্যক্ত স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে শত শত সবুজ সাথীর সাইকেল
News
তাজ্জব! দুর্গাপুরের পরিত্যক্ত স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে শত শত সবুজ সাথীর সাইকেল
:
প্রতিটি ক্লাসরুমেই রাখা হয়েছে সবুজ সাথীর সাইকেল। স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এখান থেকেই দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলে সরকারি এই প্রকল্পের সাইকেল বন্টন করা হতো।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!