নির্ধারিত দিনেই নবান্ন অভিযান, দুর্গাপুর থেকে হুঁশিয়ারি ভাস্করের

নির্ধারিত দিনেই নবান্ন অভিযান, দুর্গাপুর থেকে হুঁশিয়ারি ভাস্করের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নির্ধারিত দিনেই নবান্ন অভিযান হবে। শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থেকে হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ। দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নবান্ন অভিযান হবেই, নির্ধারিত দিনেই হবে!’  তাঁর অভিযোগ, নবান্ন অভিযানের রুট ম্যাপ নিয়ে রাজ্য সরকার ও পুলিশ যৌথভাবে হাইকোর্টকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, “আন্দোলনের যে রুট ম্যাপ আমরা জমা দিয়েছিলাম, তা নিয়ে সচেতনভাবে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়েছে আদালতে। এইভাবে গণতান্ত্রিক আন্দোলনকে রোখার চেষ্টা চলছে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তিনি সাফ জানিয়ে দেন, “নবান্ন অভিযান কোনওভাবেই ঠেকানো যাবে না। নির্ধারিত দিনেই লক্ষ্যের দিকে এগোবে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল।” প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮-২৯ জুলাই বীরভূম জেলা সফরে যাবেন। এই প্রসঙ্গে ভাস্করবাবু বলেন, “আমাদের মিছিল আটকালে সেখানে বসেই অবস্থান বিক্ষোভ চলবে। যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনা করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা অপেক্ষা করব অবস্থান-বিক্ষোভ থেকে।” ভাস্করবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটা শুধু একটা কর্মসূচি নয়, এটা জনস্বার্থের লড়াই — এর সঙ্গে আপস নয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
নির্ধারিত দিনেই নবান্ন অভিযান, দুর্গাপুর থেকে হুঁশিয়ারি ভাস্করের
News
নির্ধারিত দিনেই নবান্ন অভিযান, দুর্গাপুর থেকে হুঁশিয়ারি ভাস্করের
:
নবান্ন অভিযানের রুট ম্যাপ নিয়ে রাজ্য সরকার ও পুলিশ যৌথভাবে হাইকোর্টকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, "আন্দোলনের যে রুট ম্যাপ আমরা জমা দিয়েছিলাম, তা নিয়ে সচেতনভাবে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়েছে আদালতে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!