দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: শ্রী রাম নয়, সিয়া রাম বলুন। বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড় হনুমান মন্দিরে একথা বললেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। মন্দিরের পুরোহিত বলছিলেন, জয় শ্রীরাম। তাঁকে থামিয়ে দিয়ে কীর্তি বলেন, জয় সিয়া রাম। কীর্তি বলেন, “জয় শ্রীরাম বলায় ভুল কিছু নেই। কিন্তু সনাতন ধর্মে মা আগে থাকেন। যেমন, গৌরী শঙ্কর, রাধা কৃষ্ণ। তেমন সীতা রাম।” অন্ডালে রামনবমীর শোভাযাত্রায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া যোগ দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now