রাখির দিনে দুর্গাপুরে বড় খবর, শহরে টাউনসার্ভিস এসি বাস চালু করল এসবিএসটিসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে টাউনসার্ভিস এসি বাস চালু করল এসবিএসটিসি। দুর্গাপুর নগর নিগমের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হল। দুর্গাপুর থেকে ছেড়ে একটি বাস সিটি সেন্টার হয়ে প্রান্তিকা বাসস্ট্যান্ডে যাবে। অন্য বাসটি দুর্গাপুর থেকে ছেড়ে মুচিপাড়া, বিধাননগর হয়ে প্রান্তিকা বাসস্ট্যান্ডে যাবে। রোদে গরমে নিত্যযাত্রীদের আর ঘেমে নেয়ে যাতায়াত করতে হবে না। রাখির দিনে এমন সুখবর পেয়ে খুব খুশী তাঁরা।
এদিন এসি বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে এদিন দুর্গাপুর থেকে করুণাময়ী, দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে সাগরদিঘী ও দুর্গাপুর থেকে পুরুলিয়া রুটের মোট ৫টি সিএনজি বাসেরও উদ্বোধন করা হয়। এই বাসের জন্য শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করা হবে।
দেখুন বাসের সময়সূচী
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগম ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “দুর্গাপুরের মানুষের বহুদিনের চাহিদা আজ পূরণ হল। এই বাস শুধু আরাম নয়, পরিবেশ রক্ষা করবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
