দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এসএন ব্যানার্জি রোড আবারও সাক্ষী রইল এক ভয়াবহ পথ দুর্ঘটনার। শনিবার সকালে আমরাই মোড়ে ঘটে যায় চাঞ্চল্যকর দুর্ঘটনা। মায়ের সঙ্গে স্কুটিতে করে বাড়ি ফিরছিল ১৪ বছরের স্কুলছাত্রী রাজশ্রী বাউড়ি। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার স্কুটিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম হয় রাজশ্রী।
রক্তাক্ত অবস্থায় আশঙ্কাজনক রাজশ্রীকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকেরা দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর পায়ের অবস্থা অত্যন্ত খারাপ, পাশাপাশি মাথা ও কানেও আঘাত রয়েছে। ঘটনার পরেই ক্ষোভ উগরে দিয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। আমরাই মোড়ে শুরু হয় বিক্ষোভ এবং রাস্তা অবরোধ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এলাকাবাসী আশা রায় ও বাপি বাউড়ির অভিযোগ—কারখানার লরি ও ডাম্পারগুলি নিয়মিত বেপরোয়া গতিতে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পথচারী, বাইক বা স্কুটি—কিছুই পরোয়া করে না চালকেরা। ফলে দুর্ঘটনা লেগেই রয়েছে। অবিলম্বে এখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করার দাবি জানান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে পুলিশকে ঘিরেও শুরু হয় তুমুল বচসা। স্থানীয়দের দাবি, দিনের ব্যস্ত সময়ে এই রাস্তা দিয়ে ট্রাক ও ডাম্পারের চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি আহত ছাত্রীর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—রাজশ্রীর সুস্থতার খবর না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)