কাঁকসায় বনমহোৎসবে গাছ লাগালেন এসডিও, বিডিও

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার গোপালপুর বিট অফিসে বনমহোৎসব কর্মসূচী উপলক্ষে গাছ লাগালেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্ণা দে প্রমুখ। এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত, দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায়, গোপালপুর পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশ মণ্ডল, তৃণমূল নেতা রাজেশ কোনার প্রমুখ। স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। মহকুমাশাসক বলেন, “রাজ্যজুড়ে বনমহোৎসব কর্মসূচী পালন করা হচ্ছে। আমরাও দুর্গাপুর জুড়ে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণের বিষয়ে মানুষজনকে সচেতন করছি। এলাকায় এলাকায় বৃক্ষরোপণ করছি। আগামী দিনে দুর্গাপুর আরো সবুজ হবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

