দুর্গাপুর: মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বীরভূমে অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয় ওই মেলায়। রবিবার থেকেই অনেকে আসতে শুরু করে দিয়েছেন। তাই ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। বীরভূম জেলা পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
কাঁকসার শিবপুরের অজয় নদের তীরে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কার্যালয় ও অস্থায়ী পুলিশ ক্যাম্প বসেছে। প্রায় ৫৫টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। কয়েকশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ট্রাফিকেরও বিশেষ নজরদারি শুরু হয়েছে। সোমবার নিরাপত্তা খতিয়ে দেখেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক) ভি.জি সতীশ পশুমার্থী ও এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এসিপি ট্রাফিক রাজ কুমার মালাকার বলেন, “পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই কিলোমিটার জুড়ে ব্যারিকেড করা হয়েছে যানজট এড়াতে। মেলার ভেতর সমস্ত গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। মেলায় যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য বেশ কয়েকটি ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।