চিকিৎসা পরিষেবায় ডাক্তার, নার্সদের ‘বিকল্প’ হতে পারে না প্রযুক্তি বা এআই

চিকিৎসা পরিষেবায় ডাক্তার, নার্সদের ‘বিকল্প’ হতে পারে না প্রযুক্তি বা এআই
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপযোগিতা অনস্বীকার্য। তবে, মানবিক অনুভূতির অভাবে তা কখনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর পরিপূরক হয়ে উঠতে পারবে না। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses এর তরফে আয়োজিত এক বিশেষ সেমিনার একথা বলেন ITC-India এর চিফ মেডিকেল অফিসার তথা CMC, Vallore এর প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র কার্ডিওলজিস্ট ড. সুনীল চান্ডি।সেমিনারের থিম ছিল, ‘Technology in Health Care – Boon or Bane’। মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. সুনীল চান্ডি। তিনি তাঁর বক্তব্যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধামত্তার সাফল্যের একাধিক উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, “প্রযুক্তির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন স্বাস্থ্য প্রযুক্তিকে আমাদের জন্য আরও বেশি কার্যকরী করে তুলতে পারে। IKNIEF, বায়োনিক আর্মস, ন্যানো ডিভাইসের মতো প্রযুক্তি স্বাস্থ্য খাতে প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে চলেছে। আজ, প্রযুক্তিগত উন্নয়ন এড়িয়ে বাঁচা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ক্লিনিকাল চিন্তাভাবনার কার্যত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।” কৃত্রিম বুদ্ধিমত্তাকে  তিনি ‘New Pentagon of Medicine’ হিসাবে উল্লেখ করেন তিনি। তবে তাঁর আশা, এত কিছুর পরেও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর বিকল্প হয়ে উঠতে পারবে না যন্ত্র বা প্রযুক্তি। কারণ, মানবিক অনুভূতি যা একজন রোগীর চিকিৎসার মহৌষধ হিসাবে বিবেচিত হয়, তা যন্ত্র বা প্রযুক্তি কখনও জোগান দিতে পারবে না!(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে সোমবার বিকালে ওই সেমিনারের আয়োজন করা হয়। গাছের চারায় জল দান করে সেমিনারের সূচনা করেন ড. সুনীল চান্ডি, কলেজ সোসাইটির জেনারেল সেক্রেটারি তরুণ ভট্টাচার্য, ট্রেজারার জার্নেল সিং, ভাইস প্রেসিডেন্ট মীরা মিত্র, Dr. B. C. Roy Academy of Professional Courses এর অধ্যক্ষ ড. রাজীব রায়। তরুণ ভট্টাচার্য উত্তরীয় পরিয়ে ড. সুনীল চান্ডিকে সংবর্ধনা জানান। BCREC এর রৌপ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে তাঁর হাতে রুপোর স্মারক তুলে দেন জার্নেল সিং। ড. রাজীব রায় তাঁকে উপহার স্মারক প্রদান করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় উপহারটি ছিল কলেজের ছাত্রী সুদীপ্তার নিজের হাতে বানানো ফলকটি।

সেমিনারে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ড. রাজীব রায়। কলেজ সোসাইটির মুখ্য উপদেষ্টা ড. সৈকত মৈত্র তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ড. সুনীল চান্ডিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মিশন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. পার্থ পাল তাঁর বক্তব্যে জানান, স্বাস্থ্য বলতে শুধু শারীরিক নয়, মানসিক এবং সামাজিক স্বাস্থ্য-ও বোঝায়। তাই স্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। সব শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজের ব্যাচেলর অফ হসপিটাল ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অপূর্ব চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
চিকিৎসা পরিষেবায় ডাক্তার, নার্সদের 'বিকল্প' হতে পারে না প্রযুক্তি বা এআই
News
চিকিৎসা পরিষেবায় ডাক্তার, নার্সদের 'বিকল্প' হতে পারে না প্রযুক্তি বা এআই
:
তবে তাঁর আশা, এত কিছুর পরেও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর বিকল্প হয়ে উঠতে পারবে না যন্ত্র বা প্রযুক্তি। কারণ, মানবিক অনুভূতি যা একজন রোগীর চিকিৎসার মহৌষধ হিসাবে বিবেচিত হয়, তা যন্ত্র বা প্রযুক্তি কখনও জোগান দিতে পারবে না!
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!