দুর্গাপুর: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগ নিয়ে থানায় আদিবাসী মহিলারা। কাঁকসা পঞ্চায়েতের আমানিভাঙা আদিবাসী গ্রামের মহিলারা পানাগড় শিল্পতালুকে একটি বেসরকারি প্লাইউড কারখানায় বেশ কয়েক মাস ধরে কাজ করে আসছেন। মহিলাদের অভিযোগ, কয়েকদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে শুধু দুর্ব্যবহার এবং কুপ্রস্তাব দিয়ে চলেছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের কাছ থেকে ছাঁটাই করে দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পানাগড়ের সিপিএম নেতা আব্দুল রহিম মল্লিক বলেন, “রাজ্যে নারীদের যে নিরাপত্তা নেই তা আবার বোঝা যাচ্ছে পানাগড় শিল্প তালুকের এই ঘটনায়। আদিবাসী মহিলাদের পাশে আমরা আছি।” বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সর্বত্রই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে তাদের শাস্তি দাবি করছি।”
যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত বলেন, “এই ধরনের ঘটনা ঘটে থাকলে পুলিশের কাছে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।” এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।