দুর্গাপুর দর্পণ, ১২ জুলাই ২০২৪: একুশে জুলাই কর্মসূচীর চাঁদা নিতে এসেছিল তৃণমূলের কর্মীরা। ১০ হাজার টাকা চাঁদা চায়। দিতে না পারায় হুমকি, চেঁচামিচি চলতে থাকে। বাড়িতে থাকা বৃদ্ধা মা সব দেখেশুনে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। একুশে জুলাই কর্মসূচীর চাঁদা দিতে না চাওয়াতেই মায়ের মৃত্যু হয়েছে। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুরের বাসিন্দা দীপঙ্কর ভৌমিক।
তাঁর দাবি, এলাকার তৃণমূল নেতা কার্তিক চক্রবর্তী দল বল নিয়ে বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়িতে আসে। তাঁর কাছে ১০ হাজার টাকা একুশে জুলাইয়ের জন্য চাঁদা দাবি করে। একজন ছোট ব্যবসায়ী হয়ে তিনি অত টাকা দিতে পারবেন না বলায় তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন দীপঙ্কর ভৌমিক। তাঁর অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা তাঁর বৃদ্ধা মা জোৎস্না ভৌমিক চিৎকার চেঁচামিতে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তিনি মারা যান।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দীপঙ্কর ভৌমিকের অভিযোগ, তাঁর মায়ের মৃত্যুর জন্য কার্তিক চক্রবর্তী এবং তার অনুগামীরায দায়ী। যদিও তিনি পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ এখন পর্যন্ত করেননি। তবে তাঁর বক্তব্য জেনে কাঁকসার বিজেপির মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালী বলেন, “তৃণমূলের এটাই সংস্কৃতি। গোপালপুরেও সেটাই দেখা গেল।” এই বিষয়ে কার্তিক চক্রবর্তী বলেন, সম্পূর্ণ মিথ্যা ঘটনা। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “একুশে জুলাইয়ের জন্য দলের তরফে চাঁদা তোলার কোনও নির্দেশ দেওয়া হয়নি। যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।