দুর্গাপুর দর্পণ, কাঁকসা: জাতীয় সড়কের সার্ভিস রোড যেন আস্ত ডোবা! উল্টে গেল যাত্রী বোঝাই টোটো। শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুর্ঘটনাটি ঘটে। অল্প বিস্তর জখম হন টোটোয় থাকা দুই মহিলা যাত্রী। টোটোয় মোট চার জন ছিলেন।
রাজবাঁধের জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে টোটোয় করে যাচ্ছিলেন কয়েকজন। তখনই কার্যত ডোবার আকার নেওয়া সার্ভিস রোডে উল্টে যায় টোটোটি। চালক সহ চারজন যাত্রী ছিলেন। সামান্য চোট পান মহিলা যাত্রীরা। স্থানীয়রা তড়িঘড়ি টোটো থেকে যাত্রীদের উদ্ধার করেন। সবাই মিলে ধরে টোটোটিকে তুলে দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ রায় বলেন, “চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হয়। বাইক নিয়ে যাতায়াত করতে গিয়ে আমরা মাঝেমধ্যে পড়ে যাই। কিন্তু কোনও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দ্রুত রাস্তা সারাইয়ের দাবি করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।