অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভে শহর জুড়ে বিপর্যস্ত পরিষেবা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজ বাড়ছে কিন্তু মজুরি কমছে, এই অভিযোগ তুলে দুর্গাপুরের বিধাননগরে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে দেন। সংস্থার আধিকারিকরা শাটার নামাতে গেলে শাটার তুলে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কর্মীদের অভিযোগ, নায্য মজুরি চাইলে নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই তাঁরা ডেলিভারি পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনলাইন ডেলিভারি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন। সংস্থার স্টোর ম্যানেজার বিকাশ কুমার যাদব বলেন, “অভিযোগ ভিত্তিহীন। আগে যা মজুরি দেওয়া হত, এখনও তাই দেওয়া হয়। জানা গিয়েছে, ডেলিভারি সংস্থার অ্য়াপে এদিন সকাল থেকে Currently Unavailable দেখাচ্ছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
