বিধাননগর হাউজিং কলোনিতে তীব্র জল সংকট, এলাকাবাসীর উত্তাল বিক্ষোভ
জল না পেয়ে ফুঁসছেন এলাকাবাসী
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের বিধাননগর হাউজিং কলোনিতে পানীয় জলের অস্বাভাবিক সংকট নিয়ে উত্তেজনা চরমে। গত কয়েকদিন ধরে সেখানকার এস ব্লকে অনিয়মিত জল সরবরাহে জেরবার হয়ে পড়েছেন আবাসনের শত শত বাসিন্দা। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ক্ষুব্ধ স্থানীয়রা হাউজিং দফতরের আধিকারিকের অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নেতৃত্বে ছিলেন এলাকার মহিলারা। ক্ষোভ, অসন্তোষ ও জলবঞ্চনার যন্ত্রণা—সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, বিধাননগর সরকারি হাউজিং আবাসনে পানীয় জল সরবরাহের দায়িত্বে রয়েছে দুর্গাপুর নগর নিগম। সম্প্রতি জলের পাইপলাইনে বড় ধরনের মেরামতির কাজ শুরু হওয়ায় পুর নিগম কর্তৃপক্ষ আগেই মাইকিং করে জানিয়েছিলেন যে ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে। বাসিন্দারা সেই ঘোষণাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি নিলেও, ২০ তারিখ পেরিয়ে ২৪ তারিখ হয়ে গেলেও এখনও এলাকার একাংশে জল সরবরাহ স্বাভাবিক হয়নি বলে অভিযোগ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয়দের অভিযোগ, এই অস্বাভাবিক জল সঙ্কটের পেছনে রয়েছে হাউজিং দফতরের কয়েকজন ভালভম্যানের গাফিলতি। তাঁদের দাবি, কিছু ভালভম্যান ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট লাইন খুলছেন না, যার ফলে অনেক পরিবার গত কয়েকদিন ধরে এক বালতি জলও পাচ্ছে না। রান্না, কাপড় ধোয়া, এমনকি দৈনন্দিন প্রয়োজনেও চরম সমস্যার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে বিধাননগর হাউজিং কলোনির বহু মহিলা ও বাসিন্দার একাংশ দল বেঁধে পৌঁছে যান হাউজিং দফতরের স্থানীয় অফিসে।
সেখানে তারা অফিসঘরের সামনে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পুরসভার পাইপলাইন মেরামতের কাজ শেষ হলেও হাউজিং দফতরের গাফিলতি ও দায়িত্বে অবহেলার কারণেই এত দীর্ঘসময় ধরে জলের সমস্যা জারি রয়েছে। কেউ কেউ বলেন, “মাইকিং করে ১০ দিন বলা হয়েছিল, কিন্তু ১৪ দিন হতে চলল—তবুও জল নেই! ছোট ছোট বাচ্চা থেকে বৃদ্ধ—সকলেই জলের জন্য হাহাকার করছে।” হাউজিং দফতরের আধিকারিকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পুর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব জানান, মেরামতির কাজ প্রায় শেষদিকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


