
দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া এলাকায় এক আদিবাসী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীরা থানা ঘেরাও করে। ওই কিশোরীর পরিবারের লোকজন ৪ জন দোষীকে চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ বাকি ২ জনকে গ্রেফতার না করায় আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃত ভাবে আড়াল করার অভিযোগ তোলে। আন্দোলনরত মহিলাদের বক্তব্য, এক আদিবাসী তরুণীকে চার যুবক যৌন নির্যাতন করেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন এখনও বাইরে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার। অথচ পুলিশ প্রশাসন পদক্ষেপ করছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
