দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৫ জুলাই ২০২৪: নব্বইয়ের দশকের দুই বাংলায় সাড়া ফেলে দিয়েছিল একটি গান, ‘ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও’। সেই গানটির স্রষ্টা ছিলেন বাংলা রক ব্যান্ড ‘মাইলস্’ এর প্রতিষ্ঠাতা ও গায়ক শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে আমেরিকার এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৩ বছর। আমেরিকায় শো করতে গিয়েছিলেন তিনি। কিন্তু শোয়ের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠান বাতিল হয়ে যায়। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্তের সন্তান ছিলেন শাফিন। ছোটবেলায় বাবার কাছে উচ্চাঙ্গসঙ্গীত এবং মায়ের কাছে নজরুলগীতির তালিম নেন। নব্বইয়ের দশকে গড়ে তোলেন ‘মাইলস’। তবে পরে তিনি এই ব্যান্ড ছেড়ে দেন। ‘রিদম অব লাইফ’ নামে নতুন একটি ব্যান্ড গড়ে তোলেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#ShafinAhmed #Milesband