বঞ্চিত তৃণমূল কর্মীদের সিপিএমে ডাক দিলেন শতরূপ ঘোষ

বঞ্চিত তৃণমূল কর্মীদের সিপিএমে ডাক দিলেন শতরূপ ঘোষ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বঞ্চিত তৃণমূল কর্মীদের সিপিএমে যোগ দেওয়ার আহ্বান জানালেন শতরূপ ঘোষ। প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগরভাঙায় সিপিএমের এক সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। তিনি বলেন, “যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন অনেকে তৃণমূল করতেন। তাঁরা ক্ষমতার স্বাদ পেতে চাইলে আমাদের সঙ্গে থাকতেন। বিরোধী দলে থাকতেন না। অথচ, তাঁরাই আজ তৃণমূলে কোণঠাসা। এক সময় সিপিএম করত, ধর্ষণের অভিযোগে দল থেকে তাড়িয়েছিল সিপিএম, সে আজ তৃণমূলের নেতা। সে এসে বলে দিয়ে যায়, তৃণমূলের কাকে পয়সা দিতে হবে, কাকে দেওয়া যাবে না।”

তিনি বলেন, “অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছি গুলো তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে। খারাপ সময় যাXরা তৃণমূল করেছেন, তাঁদের তৃণমূলে জায়গা নেই। সেই সমস্ত মানুষকে আমরা বলছি, আমাদের রাজ্যে আজ যা হচ্ছে, দেশে আজ যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। তার বিরুদ্ধে আমরা যে কথা বলছি সেগুলি যদি তাঁদের ন্যায্য মনে হয়, তাহলে আপনাদেরকেও আমরা পাশে চাইছি। আপনাদের সেই দিনের বিরোধিতা করার দক্ষতা আমাদের কাজে লাগবে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “৩৪ বছর ধরে বাংলার শিল্প ধ্বংস করে দিয়েছে সিপিএম। আর এখন তৃণমূল ধ্বংস করছে বাংলার শিল্প। সিপিএম আর তৃণমূল ভাই ভাই। মানুষ ভালো করে বুঝে গিয়েছে, প্রকৃত বিরোধী এ রাজ্যে কারা। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। তাই এসব কথা বলে অক্সিজেন নিতে চাইছে সিপিএম।” রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “শূন্যে নেমে গিয়েছেন। আপনারা নিজেদের দল সামলান। দরজা খুলতে হবে না। দরজা ভেঙে সবাই বেরিয়ে গিয়েছেন। বারে বারে শূন্যে পৌঁছে যাচ্ছে। তারপরেও এইসব কথা বলেই যাচ্ছে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
বঞ্চিত তৃণমূল কর্মীদের সিপিএমে ডাক দিলেন শতরূপ ঘোষ
News
বঞ্চিত তৃণমূল কর্মীদের সিপিএমে ডাক দিলেন শতরূপ ঘোষ
:
আমাদের রাজ্যে আজ যা হচ্ছে, দেশে আজ যা হচ্ছে, তা ঠিক হচ্ছে না। তার বিরুদ্ধে আমরা যে কথা বলছি সেগুলি যদি তাঁদের ন্যায্য মনে হয়, তাহলে আপনাদেরকেও আমরা পাশে চাইছি।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!