দুর্গাপুরে পুজো উদ্বোধনে এসে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন শুভেন্দু

ক্ষুদিরাম মাঠে বিজেপি বিধায়কের দুর্গাপুজো
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৫৪ ফুট রোডের ক্ষুদিরাম মাঠে তৃতীয় বর্ষের দুর্গাপুজোর আয়োজন করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। যদিও পুজোটি হয়ে থাকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে। বৃহস্পতিবার পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, রাজ্যে বহু ছেলের বিয়ে হয়নি মুখ্যমন্ত্রীর জন্য!
তিনি বলেন, “তাদের ৪০ বছর পেরিয়ে গিয়েছে। চাকরি হয়নি। তাঁরা ক্ষুব্ধ। আমাদের রীতি অনুযায়ী বাবা-মায়েরা চান অর্থনৈতিক নিরাপত্তা আছে, এমন কারওর সঙ্গে মেয়ের বিয়ে দিতে। বহু ছেলের রাজ্যে বিয়ে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।” স্নাতকে কলেজে ৯ লক্ষের মধ্যে মাত্র ৩ লক্ষ পড়ুয়া ভর্তি হয়েছে জানিয়ে তিনি বলেন, “কেন পড়বে? চাকরি হবে না। একের পর এক শিল্প বন্ধ হয়েছে। আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জনের আজ কী অবস্থা!”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এসএসসিতে শিক্ষকদের চাকরি হবে না বলে দাবি করে তিনি বলেন, “একজন হাইস্কুলের শিক্ষককে শুরুতেই মাসে ৪০ হাজার টাকা বেতন দিতে হবে। সেই টাকা ৪০ টি পরিবারে ভাগ করে ১ হাজার টাকা করে ভাতা দিলে শিক্ষকের পরিবারের ৩ টি ভোটের জায়গায় ৪০টি পরিবারের ১২০টি ভোট হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটগুলো চাই।” তৃণমূল নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতার এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন, রাজ্যে বিজেপির প্রাসঙ্গিকতা শেষ হয়ে গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
