দুর্গাপুরে দীঘার মহাপ্রসাদ নিয়ে চরম বিতর্ক তুলে দিলেন শুভেন্দু অধিকারী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মহাপ্রসাদ নিয়ে চরম বিতর্ক তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মুর্শিদাবাদের রানীনগরে বিশেষ সম্প্রদায়ের দোকানে জগন্নাথের প্রসাদের জন্য বিতর্কিত পদ্ধতিতে মিষ্টি প্যাকেট করা হচ্ছে। সেই প্রসাদ না নিলে রেশন বন্ধ করার কথা জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ সৃষ্টি দিবস উদযাপন উপলক্ষে মুচিপাড়ার একটি হোটেলে এদিন তিনি আলোচনা সভায় যোগ দেন। ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, অগ্নিমিত্রা পাল, অনুপ সাহা, চন্দনা বাউড়ি প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জন্ম সার্টিফিকেট দুর্নীতি নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “যাতে ভারত সরকার হস্তক্ষেপ না করে, কেন্দ্রীয় এজেন্সি ঢুকে না পড়ে, তাই আগাম সাবধান হওয়া। চোর ধরা পড়েছে। গৌতম সরকার নামে একজন পঞ্চায়েত কর্মী গোসাবার, তৃণমূল করেন, তিনি ২ হাজার টাকা করে নিয়ে গোসাবার একটা পঞ্চায়েতে সাড়ে ৩ হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট করে দিয়েছেন এক বছরে, যার অধিকাংশ বাংলাদেশের রোহিঙ্গাদের।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

