দুর্গাপুর প্রেস ক্লাব আয়োজিত শ্যামা সম্মান ২০২৫, সেরার সেরা নিউটন ইয়ং কর্নার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার ‘দুর্গাপুর প্রেস ক্লাব’ প্রতি বছর শ্যামা সম্মানের আয়োজন করে থাকে। শহরের সেরা কালী পুজোগুলিকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোক সজ্জা ও সেরার সেরা, এই চার বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবারও শ্যামা সম্মানের আয়োজন করা হয়েছিল। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শ্যামা সম্মান ২০২৫-এ মোট ১১ টি শ্যামা পুজো কমিটি অংশগ্রহণ করে। বিচারক হিসাবে ছিলেন দুর্গাপুরের দুই শিক্ষাবিদ, তরুণ ভট্টাচার্য ও সুকন্যা ব্যানার্জী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিচারকদের চুল চেরা বিশ্লেষণে সেরা মন্ডপ এর পুরস্কার পায় বেনাচিতি পাঁচমাথা মোড়ের দিশারী সংঘ। এছাড়া, স্টিল পার্কের সংহতি সংঘ সেরা প্রতিমা এবং সগরভাঙার ক্লাব অ্যাম্বিশন সেরা আলোকসজ্জার পুরস্কার জয় করে। তবে শহরের সেরার সেরা পুজোর শিরোপা ছিনিয়ে নেয় নিউটন ইয়ং কর্নার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)