এক বাড়িতেই শিখ ও মুসলিমের বসবাস, বিরল সম্প্রীতি পানাগড়ে

এক বাড়িতেই শিখ ও মুসলিমের বসবাস, বিরল সম্প্রীতি পানাগড়ে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, পানাগড়: একটাই সদর দরজা। বাড়ির নাম হাকিম-পেয়ারা। বাড়ির দু’জন মালিক। একজন হাকিম উদ্দিন, আরেকজন পেয়ারা সিং। এক বাড়িতেই শিখ ও মুসলিমের বসবাস। দু’জনেই প্রয়াত হয়েছেন। তবে পরম্পরা বহন করে চলেছে পরবর্তী প্রজন্ম। সম্প্রীতির বিরল নজির পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ে। 

জানা যায়, ৬৫ বছর আগে কাঁকসার পানাগড়ে এসেছিলেন বিহারের ভাগলপুরের হাকিম উদ্দিন আর পাঞ্জাবের পিয়ারা সিং। তাঁরা গাড়ির ইঞ্জিন মেরামতের কারখানায় শ্রমিকের কাজে যোগ দেন। ধীরে ধীরে দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। দুই বন্ধু মিলে জায়গা কিনে তৈরি করেন একটি বাড়ি। ভেদাভেদ ভুলে বন্ধুত্ব যাতে অটুট থাকে সেই জন্য বাড়ির নাম দেন হাকিম-পেয়ারা। বাড়ির সদর দরজাও করেন একটিই। আর সেই বাড়িতেই তারা ব্যবসা শুরু করেন।

পরবর্তীকালে পরিবার-পরিজনকেও নিয়ে আসেন তাঁদের তৈরি করা বাড়িতে। তারপর থেকে একে অপরের আনন্দ ভাগ করে নিতেন। রামনবমী সহ নানা অনুষ্ঠানে যেমন হাকিম উদ্দিন মেতে উঠতেন পরিবারকে নিয়ে, তেমনই ঈদ সহ মুসলিমদের নানান অনুষ্ঠানেও মেতে উঠতেন পেয়ারা সিং ও তাঁর পরিবার। দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তবে দুই পরিবারের বন্ধুত্ব আজও অটুট। তাঁদের ছেলেরা আজ ব্যবসা সামলাচ্ছেন। তাঁরা হলেন মহম্মদ মুস্তাক উদ্দিন ও জাক্তার সিং। সেই বাড়ি থেকেই দিচ্ছেন সম্প্রীতির বার্তা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

মহম্মদ মুস্তাক উদ্দিন বলেন, “কেউ বলেন না যে এ হাকিম উদ্দিনের ছেলে আর ও পেয়ারা সিংয়ের ছেলে। সবাই বলে এরা হাকিম-পেয়ারার পরিবার। ভারতবর্ষ তো সম্প্রীতির দেশ। একে অপরের অনুষ্ঠানে সামিল হব, আনন্দ করব, এটাই তো আমাদের সংস্কৃতি। বাড়ির ভেতরে প্রবেশ করি একটাই সদর দরজা দিয়ে। আমরা চাই সারা দেশের মানুষের মধ্যেও আমাদের মত সম্প্রীতির মেলবন্ধন ঘটুক।”

জাক্তার সিং বলেন, “দুটো ধর্মের মানুষের একটাই বাড়ি। সারা বিশ্বে কোথাও এরকম বাড়ি আছে বলে জানা নেই। আমাদের বাড়ির বিশেষত্ব এটাই। আমরা মিলেমিশে থাকি। আমাদের বাড়ির দিকে তাকালে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা তৈরি হয়।” রামনবমীর আবহে এই বার্তা যে নজিরবিহীন তা বলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী হরজিৎ সিং বলেন, “পানাগড়ের বুকে এই রকম সম্প্রীতি দেখে নিজেদেরও গর্বিত মনে করি। বন্ধুত্বের এতটাই শক্তি, দু’জনের নামও মানুষ কোনদিন ভাগ করতে পারবে না। এইরকমই সারা পৃথিবী জুড়ে হওয়া দরকার।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
এক বাড়িতেই শিখ ও মুসলিমের বসবাস, বিরল সম্প্রীতি পানাগড়ে
News
এক বাড়িতেই শিখ ও মুসলিমের বসবাস, বিরল সম্প্রীতি পানাগড়ে
:
ভেদাভেদ ভুলে বন্ধুত্ব যাতে অটুট থাকে সেই জন্য বাড়ির নাম দেন হাকিম-পেয়ারা। বাড়ির সদর দরজাও করেন একটিই। আর সেই বাড়িতেই তারা ব্যবসা শুরু করেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!