দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২৮ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের সিঁদুলি কোলিয়ারি এলাকার রাস্তা যেন মরণফাঁদ! এখনও বর্ষার সেভাবে দেখা মেলেনি। তার মধ্যেই রাস্তা ভেঙে চৌচির অন্ডালের সিঁদুলি কোলিয়ারি এলাকায়। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। পাশাপাশি ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। কখনও রাস্তার জলভর্তি গর্তে পড়ে উল্টে যাচ্ছে টোটো। আবার কখনও বাইক থেকে পড়ে জখম হচ্ছেন আরোহী। বারবার ইসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সত্বেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় বাসিন্দা উমেশ যাদব জানান, প্রায় তিন বছর ধরে তাঁদের এলাকার এই রাস্তাটি বেহাল হয়ে রয়েছে। যাতায়াত করা কার্যত দূরহ হয়ে দাঁড়িয়েছে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। যে কোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। অথচ এই রাস্তা দিয়ে ইসিএলের বালি বোঝাই লরি ও কয়লা পরিবহনের ডাম্পার চলাচল লেগেই আছে। অথচ রাস্তা মেরামতের ব্যাপারে উদাসীন ইসিএল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ স্থানীয়দের। বড় দুর্ঘটনা ঘটলে তার দায় ইসিএলকে নিতে হবে বলে দাবি স্থানীয়দের। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।