আগামী ৪ মাসে বাজারে আসছে ৬টি নতুন ইলেকট্রিক SUV গাড়ি, তালিকায় রয়েছে মারুতি-ও!

দুর্গাপুর দর্পণ ডেস্ক: ভারতের বাজারে দ্রুত বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। আগামী চার মাসে বাজারে আসছে এক ঝাঁক নতুন ইলেকট্রিক SUV, যা বদলে দেবে দেশীয় গাড়ি শিল্পের ভবিষ্যৎ। মারুতি সুজুকি, টয়োটা, ভিনফাস্ট, মহিন্দ্রা এবং টাটা—প্রতিটি সংস্থাই প্রস্তুত নতুন প্রজন্মের SUV নিয়ে। ভারতের ইলেকট্রিক গাড়ির ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে আসছে আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও দীর্ঘ রেঞ্জের এই গাড়িগুলি। Maruti e-Vitara, Toyota Urban Cruiser E, VinFast VF6, Mahindra XUV 3XO EV এবং Tata Sierra EV – এই মডেলগুলো শুধু পরিবেশ বান্ধব হিসাবে নয়, ভারতের গাড়ি বাজারকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
Maruti Suzuki e-Vitara
ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মাতা Maruti Suzuki প্রথমবারের মতো আনছে একটি ইলেকট্রিক SUV – e-Vitara। এই গাড়িতে থাকছে দুটি ব্যাটারি অপশন – 49kWh এবং 61kWh। সিঙ্গেল মোটর ভ্যারিয়েন্টে শক্তি হবে প্রায় 142bhp থেকে 172bhp, আর ডুয়াল মোটর ভ্যারিয়েন্ট দেবে প্রায় 184bhp পর্যন্ত। বড় ব্যাটারি প্যাকটি একবার চার্জে প্রায় 500 কিমি পর্যন্ত যাবে। ফলে লম্বা দূরত্বে ভ্রমণের জন্য কোনও অসুবিধা হবে না।
Maruti Suzuki e-Vitara
Toyota Urban Cruiser Electric
Toyota আনবে Urban Cruiser Electric, যেটি আলাদা লুক, LED DRL এবং টয়োটা ব্র্যান্ডের নির্ভরযোগ্যতার সঙ্গে বাজারে নামবে।
Toyota Urban Cruiser
VinFast VF6
ভিয়েতনামের ইভি ব্র্যান্ড VinFast ভারতীয় বাজারে পা রাখছে তাদের কমপ্যাক্ট SUV VF6 নিয়ে। আনুমানিক দাম হতে পারে প্রায় ₹২৫ লাখ।
VF6-এ থাকছে শক্তিশালী 210PS মোটর, যা কিয়া EV6 ও হিউন্দাই Kona EV-এর প্রতিদ্বন্দ্বী হতে পারে।
VinFast ইতিমধ্যেই তামিলনাড়ুর থুথুকুড়িতে তাদের কারখানায় উৎপাদন শুরু করেছে। এই ফ্যাক্টরির বার্ষিক ক্ষমতা প্রায় ৫০,০০০ ইউনিট, যা পরে ১.৫ লাখ পর্যন্ত বাড়ানো হবে। VF6 ছাড়াও কোম্পানি আনছে VF7 SUV।
Mahindra XUV 3XO EV
মহিন্দ্রা আনছে তাদের জনপ্রিয় XUV 3XO-এর ইলেকট্রিক সংস্করণ। এটি আসলে XUV400 EV-এর উত্তরসূরি হতে চলেছে। গাড়িতে থাকতে পারে দুটি ব্যাটারি অপশন – 34.5kWh এবং 39.5kWh। ডিজাইনের দিক থেকে এটি বর্তমান XUV 3XO-এর মতো হলেও EV ভ্যারিয়েন্টে বিশেষ ব্যাজিং ও স্টাইল আপডেট থাকবে।
Tata Sierra EV
ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা Tata Motors ফিরিয়ে আনছে তাদের কিংবদন্তি Sierra নামটিকে, তবে এবার সম্পূর্ণ ইলেকট্রিক অবতারে।
এই গাড়ি তৈরি হয়েছে Tata-র নতুন Acti.EV+ প্ল্যাটফর্মে। Sierra EV-তে থাকবে 60kWh এবং 75kWh ব্যাটারি প্যাক থাকছে। বড় ব্যাটারিটি একবার চার্জে প্রায় 500 কিমি রেঞ্জ পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। উৎসবের মরসুমে এই SUV বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।
তুলনামূলক বৈশিষ্ট্য
মডেল | সেগমেন্ট | ব্যাটারি / রেঞ্জ | বিশেষ বৈশিষ্ট্য |
---|---|---|---|
Maruti e-Vitara | কমপ্যাক্ট SUV | 49kWh / 61kWh, ~500 কিমি | দুটি ব্যাটারি অপশন, এক্সপোর্টের সম্ভাবনা |
Toyota Urban Cruiser E | e-Vitara রিব্যাজ | একই ব্যাটারি সিস্টেম | আলাদা ডিজাইন, টয়োটা ব্র্যান্ড ভ্যালু |
VinFast VF6 | কমপ্যাক্ট SUV | 210PS মোটর | লোকাল প্রোডাকশন, উচ্চ পারফরম্যান্স |
Mahindra XUV 3XO EV | কমপ্যাক্ট SUV | 34.5 / 39.5kWh | XUV DNA, নতুন ইলেকট্রিক ভার্সন |
Tata Sierra EV | মিডসাইজ SUV | 60 / 75kWh, ~500 কিমি | নস্টালজিক নাম, বড় ব্যাটারি, দীর্ঘ রেঞ্জ |
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্দান্ত সরকারি প্রকল্প! মাসে ৫০০০ টাকা, সঙ্গে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন
সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পে উপকৃত হবেন বাঁকুড়া ও পুরুলিয়ার প্রায় ৬৫ লক্ষ মানুষ
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
