অদ্ভুত ঘটনা! ঘরের ভিতরে ৩ জনকে কামড়ালো সাপ, টের পেল না কেউই, মৃত ২

দুর্গাপুর দর্পণ ডেস্ক: মধ্যপ্রদেশের কুলপা গ্রামে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। টিভি দেখতে বসে থাকা অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল দুই নাবালকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের বাবা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। রবিবার রাত প্রায় ১০টা নাগাদ কুলপা গ্রামের বাসিন্দা দীনেশ দাহারে তাঁর দুই পুত্র কুণাল ও ইশান্তকে নিয়ে ঘরে বসে টিভি দেখছিলেন। আচমকাই দুই শিশুর শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়। বমি শুরু হয় দু’জনেরই। গোন্ডিয়ার বেসরকারি হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ছোট ছেলে ইশান্তের। পরে চিকিৎসাধীন অবস্থায় বড় ছেলে কুণালও প্রাণ হারায়। এর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দীনেশ দাহারে। তাঁর শরীরেও সাপে কামড়ানোর চিহ্ন পাওয়া যায়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, তিনজনের কেউই টের পাননি সাপের কামড়। গ্রামবাসীরা বাড়ি তল্লাশি করে একটি বিষাক্ত কালাচ সাপকে খুঁজে বের করে মেরে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, কালাচ নিশাচর সাপ, রাতে শিকারের সন্ধানে প্রায়ই গ্রামীণ এলাকার বাড়িতে ঢুকে পড়ে। এদের কামড় প্রায় ব্যথাহীন হয়, ফলে প্রথমে বোঝা যায় না। কিন্তু কিছুক্ষণের মধ্যে বমি, শ্বাসকষ্ট, পক্ষাঘাতের মতো উপসর্গ দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু অবশ্যম্ভাবী। ঘটনার পর কুলপা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
