দুর্গাপুরে ‘থ্রি ইডিয়েটস’ খ্যাত সোনম ওয়াংচুক, BCREC-র ২৫ বছর পূর্তিতে জাঁকজমক অনুষ্ঠান

দুর্গাপুরে ‘থ্রি ইডিয়েটস’ খ্যাত সোনম ওয়াংচুক, BCREC-র ২৫ বছর পূর্তিতে জাঁকজমক অনুষ্ঠান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: “ভূমিকম্প মানুষকে মারে না, মারে দুর্বল ভবন” —বুধবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন লাদাখের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তিনি আরও বলেন, “ভূমিকম্প কোনও পরিবেশগত কারণে হয় না, এটি প্রকৃতির স্বাভাবিক ঘটনা। কিন্তু আসল বিপদ ভূমিকম্প নয়, বিপদ দুর্বল ও ভুল নকশায় তৈরি ভবন।” 

প্রসঙ্গত, থ্রি ইডিয়েটস সিনেমার ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উদ্‌যাপনের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি ছাড়াও সেখানে যোগ দেন দেশের প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। সোনম ওয়াংচুক বলেন, “হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ, ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিরাপদ নির্মাণই পারে অসংখ্য প্রাণ বাঁচাতে।” ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ভূমিকম্প-সহনশীল কাঠামো তৈরির দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। উন্নয়নের কাজের সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে দায়িত্বশীল পরিকল্পনা নেওয়ারও আহ্বান জানান তিনি। অরূপ রাহা তাঁর বক্তব্যে কলেজের ২৫ বছরের সাফল্যের জন্য অভিনন্দন জানান কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু প্রমুখ। তরুণ ভট্টাচার্য বলেন, “রজত জয়ন্তী বর্ষে আমরা চেয়েছিলাম, দেশের বিরল ব্যক্তিত্বদের নিয়ে আসতে। আজ সোনম ওয়াংচুক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাঁর বক্তব্য থেকে ছাত্ররা যেমন অনুপ্রেরণা পাবে, তেমনই দুর্গাপুরবাসীও উপকৃত হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে 'থ্রি ইডিয়েটস' খ্যাত সোনম ওয়াংচুক, BCREC-র ২৫ বছর পূর্তিতে জাঁকজমক অনুষ্ঠান
News
দুর্গাপুরে 'থ্রি ইডিয়েটস' খ্যাত সোনম ওয়াংচুক, BCREC-র ২৫ বছর পূর্তিতে জাঁকজমক অনুষ্ঠান
:
সোনম ওয়াংচুক বলেন, “হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ, ভূমিকম্প আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিরাপদ নির্মাণই পারে অসংখ্য প্রাণ বাঁচাতে।”
Published By
error: Content is protected !!