শারদীয় আবহে আগমনী সুরে মুখরিত হল বাণীবিহার হাই স্কুল

শারদীয় আবহে আগমনী সুরে মুখরিত হল বাণীবিহার হাই স্কুল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

আগমনী সুরে মাতোয়ার খুদেরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাণীবিহার হাই স্কুল শুক্রবার দুপুরে আয়োজন করল এক বিশেষ আগমনী অনুষ্ঠান। দুর্গোৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে খুদে পড়ুয়ারা নৃত্য, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে আহ্বান জানায় মা দুর্গাকে। বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে ওঠে উৎসবের আনন্দে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা ছোটদের পরিবেশনা দেখে মুগ্ধ হন। পড়ুয়াদের উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা স্কুল চত্বর। প্রতিটি পরিবেশনায় ধরা পড়ে তাদের নিষ্ঠা, সৃজনশীলতা ও পরিশ্রম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মধুরিমা মজুমদার জানান, প্রতিবছরই তাঁদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। এবছরও আগমনী দিয়ে শারদীয় আয়োজনের শুভ সূচনা হলো। তিনি বলেন, “শুধু দুর্গোৎসবের আনন্দই নয়, এই অনুষ্ঠান আয়োজনের আসল লক্ষ্য হলো পড়ুয়াদের উৎসাহিত করা, তাদের প্রতিভা মঞ্চে তুলে ধরা এবং আত্মবিশ্বাসী করে তোলা। পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক উন্নতির দিকেও জোর দেওয়া হচ্ছে।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

আগমনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন শিক্ষক ও পড়ুয়াদের একাত্মতা স্পষ্ট হয়ে ওঠে। আয়োজকদের মতে, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশ ও সামাজিক মূল্যবোধের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে, বাণীবিহার হাই স্কুল শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। দুর্গাপুজোর আগে এই ধরনের উদ্যোগ কেবল শারদীয় উৎসবের আবহকেই বাড়ায়নি, বরং ছোটদের মনে সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে, যা তাদের ভবিষ্যৎ গঠনে বিশেষ ভূমিকা রাখবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
শারদীয় আবহে আগমনী সুরে মুখরিত হল বাণীবিহার হাই স্কুল
News
শারদীয় আবহে আগমনী সুরে মুখরিত হল বাণীবিহার হাই স্কুল
:
দুর্গোৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে খুদে পড়ুয়ারা নৃত্য, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে আহ্বান জানায় মা দুর্গাকে। বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে ওঠে উৎসবের আনন্দে।
Published By
error: Content is protected !!