দুর্গাপুর: নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বৃহস্পতিবার ফের অভিযানে নামল দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগম ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দুর্গাপুরের সিটি সেন্টারের একাধিক ফলের দোকানে ও মুদিখানার দোকানে চলে এই অভিযান। বাজেয়াপ্ত করা হয় ১২০ মাইক্রনের নিচের বহু প্লাস্টিক প্যাকেট। সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
ডেপুটি ম্যাজিস্ট্রেট (বিপর্যয় মোকাবিলা দফতর) দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের স্পেশাল ড্রাইভ হল আজ। ১২০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করার অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের স্পেশাল ড্রাইভ হল। বহু নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এক ব্যবসায়ী সুশীল রক্ষিত বলেন, “আমরা ১২০ মাইক্রন লেখা প্লাস্টিক কিনে আনছি। কিন্তু অভিযান করার সময় আমাদের বলা হচ্ছে, এগুলো ১২০ মাইক্রনের নয়। আমাদের দোষ কোথায়? আমরা প্রতারণার শিকার।” এ বিষয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান ডেপুটি ম্যাজিস্ট্রেট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।