শারদোৎসবের প্রাক্কালে ভূমি রক্ষা কমিটির বিশেষ কর্মসূচী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মত এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ডাঃ ব্রততী বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক গৌতম ঘোষ সহ এলাকার বিশিষ্ট জনেরা। প্রায় ১৭৫ জন মহিলার হাতে এদিন নতুন শাড়ি তুলে দেওয়া হয় শারদীয়ার উপহার হিসাবে। উদ্যোক্তাদের তরফে ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মসূচীর উদ্দেশ্য উৎসব মরসুমে দৈনন্দিন জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম করে এগিয়ে চলা মাতৃশক্তির মুখে একটু হাসি ফোটানো।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)