দুর্গাপুরে শুরু হল সেফ ড্রাইভ, সেভ লাইফের বিশেষ কর্মসূচী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার থেকে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শুরু হল সেফ ড্রাইভ, সেভ লাইফের বিশেষ কর্মসূচী। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি মুচিপাড়া ট্রাফিক গার্ডের সগড়ভাঙা এলাকায় এই কর্মসূচি চলে। গাড়ির চালকদের হেলমেট পরার বার্তা দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপারের বার্তাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার প্রদীপ মন্ডল, এসিপি ট্রাফিক (৩) রাজ কুমার মালাকার, ওসি মুচিপাড়া ট্রাফিক গার্ড সতীনাথ শীল, ওসি দুর্গাপুর ট্রাফিক গার্ড সন্দীপ সোম, ওসি সাব ট্রাফিক আমিনুর রহমান সহ ট্রাফিক আধিকারিকরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

