
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের পরিচালনায় এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও দুর্গাপুর ক্ষুদিরাম অ্যাথলেটিক ক্লাবের সহযোগিতায় ‘ক্লাস্টার অফ ব্লক লেভেল স্পোর্টস মিট’ এর আয়োজন করা হয়। শনি ও রবিবার দুই দিন ধরে এই প্রতিযোগিতা আয়োজিত হয় অআকখ ক্লাব ময়দান ও তানসেন অ্যাথলেটিক ক্লাব ময়দানে। প্রতিযোগীতায় ১৫-২৯ বছর বয়সীরা যোগ দিয়েছিল।
শনিবার অআকখ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় মহিলাদের ২০০মিটার দৌড়, পুরুষদের লং জাম্প, স্লো সাইকেল রেস ও ফুটবল প্রতিযোগিতা। মোট প্রতিযোগী ছিল ১৬৮ জন। ফুটবলে ঋষি অরবিন্দ পল্লী চ্যাম্পিয়ান এবং ডিসিএল নেতাজী স্পোর্টিং ক্লাব রানার্স হয়। রবিবার তানসেন অ্যাথলেটিক ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় মেয়েদের ভলিবল ও একক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। অংশগ্রহণ করে ৪২ জন। ভলিবলে অংশ নেয় ৪টি দল। চ্যাম্পিয়ান হয় দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও রানার্স হয় তানসেন অ্যাথলেটিক ক্লাব।
প্রতিটি ব্যক্তিগত ইভেন্টের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পদক ও সার্টিফিকেট এবং দলগত বিভাগে ফুটবল (পুরুষ) ও ভলিবল (মহিলা) চ্যাম্পিয়ন্স টিম ও রানার্স টিমকে ট্রফি, পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। দুর্গাপুর রেফারিজ অ্যাসোসিয়েশন সবগুলি ক্রীড়া ইভেন্ট পরিচালনা করে। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল রেফারি মুকুল মাজি, মহকুমা ক্রীড়া সংস্থার বিধান মজুমদার, রাই রানী হাইস্কুলের শিক্ষিকা মিতা চাকী, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
