দুর্গাপুর: দুর্গাপুরের সুপরিচিত সঙ্গীত শিক্ষায়তন ও সাংস্কৃতিক সংস্থা শ্রুতিবৃত্তায়ন এর ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল সিটি সেন্টারের নন্ কোম্পানি হাউজিং কমিউনিটি হলে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠান শুরু হয় শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত সঙ্গীত দিয়ে। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সংস্থার অধ্যক্ষা কস্তুরী দত্ত সহ বিশিষ্টজনেরা। একক এবং সম্মেলক সঙ্গীতের সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিক্ষার্থীরা। আমন্ত্রিত সংস্থা উড়ান এর সমবেত সঙ্গীত শ্রোতাদের মোহিত করে। সংবর্ধনা জ্ঞাপন করা হয় বুদ্ধদেব সেনগুপ্ত, সাহিত্যকর্মী রাজীব ঘাঁটি সহ অন্যান্যদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন সূর্য্য মাইতি। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন কস্তুরী দত্ত।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।