যোগ্য শিক্ষকদের চাকরি হারানোর দায় রাজ্য সরকারের, এই অভিযোগ তুলে দুর্গাপুরে রাজ্য সড়ক অবরোধ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি গেল। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ। উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর-বাঁকুড়া রাজ্য সড়কের শ্যামপুর মোড়ে। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অবরোধ তুলতে গেলে কোকওভেন থানার পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এসএফআইয়ের জেলা সভাপতি সুদীপ কুড়ি বলেন, “দুর্নীতিবাজদের আড়াল করার জন্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার। যার মাসুল গুনতে হল যোগ্যদেরও। তারই বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন, অবরোধ। ভবিষ্যতে আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
