দুর্গাপুরে ৫ কেজি আফিম সহ এসটিএফের হাতে গ্রেফতার আফিম পাচারকারী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে বৃহস্পতিবার রাতে সিটি সেন্টার চার্চের কাছে ৫ কেজি আফিম সহ এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ। আফিমের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। ধৃত যুবকের নাম শেখ ইয়ামুদ্দিন। বীরভূমের দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে ৫ কেজি আফিম।
এসটিএফসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত দশটার সময় দুর্গাপুর থানার সিটি সেন্টার চার্চের সামনে একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়ি নিয়ে শেখ ইয়ামুদ্দিন আরেকজনকে আফিম পাচার করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে এসটিএফ হানা দেয়। আফিম সহ হাতেনাতে ধরা হয় ইয়ামুদ্দিনকে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, ধৃত যুবক ঝাড়খন্ড থেকে আফিম নিয়ে এসে এ রাজ্যে পাচার করত। দুর্গাপুরে সে আফিম অন্য একজনের হাতে তুলে দেবে বলে ঠিক ছিল। কিন্তু তার আগেই পৌঁছে যায় এসটিএফ। শুক্রবার মাদক মামলায় ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখবে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
