দুর্গাপুর: অবাক কান্ড! চোরাই গাড়ি, ট্রাকের খোলনলচে বদলে যাচ্ছে রাতারাতি। বিশাল চক্র কাজ করছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে। দিন তিনেক আগে পানাগড়ের পুরনো গাড়ি কেনাবেচার বাজার থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছিল একটি ট্রাক। ফের শুক্রবার পুরনো গাড়ি কেনাবেচার বাজার থেকে আরও একটি ট্রাক বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা যায়, কাঁকসা থানার পুলিশ অভিযানে নেমে জানতে পারে শুধু নকল নাম্বার প্লেট বসানোই নয়, চোরাই গাড়ির খোলনলচে বদলে দিচ্ছে দুষ্কৃতীরা। ১২ চাকার ট্রাক হয়ে যাচ্ছে ১৪ চাকা আবার ১৪ চাকার ট্রাক হয়ে যাচ্ছে ১৮ চাকার। সঙ্গে নকল নম্বর প্লেট বসিয়ে আবার বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে চোরাপথে। পুলিশ কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।