ভোরের আলোয় শুরু হয় সন্ন্যাসীর সংগ্রাম

ভোরের আলোয় শুরু হয় সন্ন্যাসীর সংগ্রাম
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি সন্ন্যাসী মুর্মু

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: ভোরের আলো ফোটার আগেই বাঁশের ফাঁদ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। খাল, বিল আর ক্যানেলের জলে পেতে দেন সেই ফাঁদ, সঙ্গে থাকে একরাশ আশা। কয়েক ঘণ্টা পর ফিরে আসেন, মনে ভরসা—আজ ধরা মাছেই ভরবে সংসারের হাঁড়ি। তিনি সন্ন্যাসী মুর্মু, বয়স ৪৫, পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার রক্ষিতপুর গ্রামের মানুষ।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

সন্ন্যাসীর না আছে জমিজমা, না আছে বড় কোনও পুঁজি। ভরসা শুধু নিজের হাতে বানানো মাছের বাসা। প্রতিদিন ভোর থেকে রাত অবধি চলে তার জীবন সংগ্রাম। কখনও ভিজে শরীরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মাছ তোলা, কখনও হাটে গিয়ে মাছ বিক্রি। আয় হয়তো সামান্য, চাহিদা সব মেটে না, কিন্তু সংসারের চাকা চলে যায় ধীরে ধীরে। সন্ন্যাসী মুর্মু আসলে আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি…যতই কম মাছ ধরা পড়ুক,
হাল ছাড়েন না তিনি। নতুন দিনের নতুন ভোরে, আবার ঝাঁপিয়ে পড়েন জীবনের সংগ্রামে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

ভোরের আলোয় শুরু হয় সন্ন্যাসীর সংগ্রাম
ভোরের আলোয় শুরু হয় সন্ন্যাসীর সংগ্রাম
সন্ন্যাসী মুর্মু আসলে আমাদের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি...যতই কম মাছ ধরা পড়ুক, হাল ছাড়েন না তিনি। নতুন দিনের নতুন ভোরে, আবার ঝাঁপিয়ে পড়েন জীবনের সংগ্রামে।
Published By
error: Content is protected !!