দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ জানুয়ারি ২০২৩: পিকনিক থেকে ফেরার পথে জেনারেটরে চুল আটকে মর্মান্তিক মৃত্যু হল ছাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রাম থানার গোমাই গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুমা দাস (১৫)। কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশনের দশম শ্রেণির ছাত্রী ছিল সে।
গ্রামের পাশে ঈশানী নদীর ধারে বন্ধুদের সঙ্গে পিকনিক করে বাড়ি ফিরছিল। মোটরভ্যানে জেনারেটর চাপিয়ে মাইক বাজিয়ে ফিরছিল সবাই। রুমা লাফিয়ে ওই মোটরভ্যানে চাপতে যায়। তখনই চলন্ত জেনারেটরের চাকায় তার চুল জড়িয়ে যায়। কেতুগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছেলে মারা যাওয়ার পরে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল রুমা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।