জয়েন্টে রাজ্যে পঞ্চম দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার অবশেষে রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষাণজিৎ দলোই। বর্তমানে, সে আইআইটি বোম্বেতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বি.টেক করছে। তার সাফল্যে খুশির হাওয়া পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এবারের জয়েন্ট পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষায় প্রথম হয়েছে কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। আদালতে ওবিসি সংরক্ষণ মামলার দরুণ এবার ফল প্রকাশে দেরি হয়। পরীক্ষার ১১৭ দিন পর শেষ পর্যন্ত শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
