কয়লা, বালির মাফিয়াদের নিয়ে রাজ করছেন তৃণমূল বিধায়ক: শুভেন্দু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুরের পান শিউলি এলাকায় বিজেপির জনসভা ও ‘কন্যা সুরক্ষা যাত্রা’য় পা মিলিয়ে তৃণমূলকে পর পর তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফ বার্তা, “গুন্ডামি, অবৈধ খনি ও মাফিয়ার রাজত্ব আর চলবে না।” শুভেন্দু অধিকারী সরাসরি স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ওই বিধায়ক পুলিশ, কয়লা, বালি মাফিয়াদের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন ধরে বেআইনি কার্যকলাপ চালাচ্ছেন। তিনি বলেন, “এই ঘটনা শুধু পান্ডবেশ্বরেই নয়, গোটা রাজ্যেই ঘটছে। এখানে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, গুন্ডামি চলছে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকেও একহাত নেন। কংগ্রেসকে তিনি “তৃণমূলের বি-টিম” আখ্যা দিয়ে অভিযোগ করেন, তারা রাজনৈতিক নাটক সাজিয়ে হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “যে দল বারবার উল্লেখযোগ্য আসন পেতে ব্যর্থ, তাদের বড়াই করা মানায় না।” তৃণমূলের কটাক্ষ, “বহিরাগতদের নিয়ে এসে পদযাত্রা করছেন বিরোধী দলনেতা। এর থেকে লজ্জার বিষয় আর কী হতে পারে? লাউদোহার মানুষ জানে কারা তাদের বিপদে-আপদে পাশে থাকে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

