দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ মার্চ ২০২৪: দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন আয়োজিত সুধীন্দ্র কুমার সেন-সুদীপ চক্রবর্তী স্মৃতি চ্যালেঞ্জ শিল্ডে চ্যাম্পিয়ন হল জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। ফাইনালে তারা ২-১ গোলে পরাজিত করে দুর্গাপুর টিএন হাই স্কুলকে। দু’দিন ধরে অনূর্ধ্ব ১৬ স্কুল ছাত্রদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
তৃতীয় বর্ষের এই প্রতিযোগিতায় দশটি স্কুল অংশ নেয়। করঙ্গপাড়া সর্বমঙ্গলা সমিতির ফুটবল মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালের প্রথমার্ধে হেমচন্দ্র বাউরির দেওয়া গোলে এগিয়ে যায় দুর্গাপুর টি এন হাইস্কুল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জেমুয়ার বিশু পাহাড়ি গোল শোধ করে দেয়। প্রায় শেষলগ্নে টিএন হাই স্কুলের এক খেলোয়াড় নিজেদের পেনাল্টি বক্সে হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টি দেন। গোল করে বাপন বাগদি। জয়ী হয় জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় টি এন হাই স্কুলের হেমচন্দ্র বাউরি।
বিজয়ী দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ত্রিদিবেন্দু সেনগুপ্ত স্মৃতি স্মারক পুরষ্কার এবং বিজিত দলের হাতে তুলে দেওয়া হয় রণজিৎ মুখার্জ্জী স্মৃতি স্মারক পুরষ্কার। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও, ফাইনালে দর্শক হিসেবে অনেকে এসেছিলেন। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ ও দুর্গাপুর টি এন হাই স্কুল ছাড়া প্রতিযোগিতায় যোগ দেওয়া বাকি স্কুলগুলি হল ইস্পাত নগরী মেঘনাদ সাহা মাধ্যমিক বিদ্যালয়, এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুল, বিধাননগর গভর্নমেন্ট স্পন্সপর্ড বয়েজ হাইস্কুল, সগরভাঙ্গা হাইস্কুল, ডিভিসি ডিটিপিএস হাইস্কুল, ডিপিএল ওল্ড বয়েজ, ডিপিএল নিউ বয়েজ এবং দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন-এর সিঞ্চন প্রয়াসের পড়ুয়াদের নিয়ে গঠিত দল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।