দুর্গাপুর: পানাগড় সেনা ছাউনি থেকে বুধবার এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেনাবাহিনী তাকে ধরে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, সেনা ছাউনির ভিতরে ঢুকে মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে ম্যাপিং করার অভিযোগে তাকে ধরে সেনাবাহিনী। ধৃতের বাড়ি নীলেশ যাদব। বাড়ি বিহারের বাঁকায়। ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এক বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে বুদবুদ সেনা ছাউনির মধ্যে ঢোকে। সেনাবাহিনীর সন্দেহ হওয়ায় ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেই সময় ওই যুবকের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। সেগুলি ব্যবহার করে এলাকার ম্যাপিং করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ওই যুবক সেনা ছাউনির ভিতরে কী উদ্দেশ্যে এসেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।