Breaking News. অবশেষে পুলিশ গ্রেফতার করল বাবলু যাদবকে

Breaking News. অবশেষে পুলিশ গ্রেফতার করল বাবলু যাদবকে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: অবশেষে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেফতার করল পুলিশ। ডিসি অভিষেক গুপ্তা এই খবর নিশ্চিত করেছেন। রবিবার মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রার। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দ্বিতীয় গাড়িটি পানাগড়ের কাওয়ারিপট্টির গাড়ির যন্ত্রাংশ কাটাইয়ের ব্যবসায়ী বাবলু যাদবের। সেই রাতে গাড়িটি বাবলুই চালাচ্ছিল বলে জানান এসিপি (কাঁকসা) সুমন কুমার জসোয়াল। দুর্ঘটনার পরে আশপাশের লোকজনের ভয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীরা। মঙ্গলবার দুপুরে পুলিশ বাবলুর বাড়িতে গিয়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। এবার তাকে জেরা করে তার সঙ্গীদের খোঁজ করবে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় পশ্চিম বর্ধমানে ঢোকার পরে পুলিশ গ্রেফতার করে বাবলু যাদবকে। বাবলু পুলিশের কাছে আত্মসমর্পণ করতে আসছিল। জানিয়েছেন বাবলুর আইনজীবী সজল সাহা।

সুতন্দ্রার দুই সহকর্মী প্রদীপ দত্ত ও মিন্টু মন্ডলকে গোপন জবানবন্দির জন্য এদিনই কাঁকসা থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। তাঁদের বাড়ি চন্দননগরে। দুর্ঘটনার দিন তাঁরা সুতন্দ্রার গাড়িতেই ছিলেন। বুধবার রাতে কাঁকসা থানার পুলিশ এই দুই জনকে থানায় ডেকে পাঠায়। আজ তাঁদের গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
Breaking News. অবশেষে পুলিশ গ্রেফতার করল বাবলু যাদবকে
News
Breaking News. অবশেষে পুলিশ গ্রেফতার করল বাবলু যাদবকে
:
সেই রাতে গাড়িটি বাবলুই চালাচ্ছিল বলে জানান এসিপি (কাঁকসা) সুমন কুমার জসোয়াল। দুর্ঘটনার পরে আশপাশের লোকজনের ভয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীরা।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!