সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা গ্রেফতার

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল জানান, চন্দননগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিসি অভিষেক গুপ্তা জানান, দুর্গাপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। এর আগে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
গত ২৩ মার্চ রবিবার মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রার। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় জানান পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।