স্বরবাক এর সপ্তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল ইস্পাত নগরী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে গত ১৫ মার্চ সন্ধ্যায় আয়োজিত হল স্বরবাক সাংস্কৃতিক সংস্থার সপ্তম বার্ষিক অনুষ্ঠান। স্বরবাক মূলত বাচিক শিল্পীদের সমন্বয়ে গঠিত সংস্থা। পরিচালক হলেন বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় এদিনের অনুষ্ঠানে শিল্পীরা আবৃতি, শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশন করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত, সঙ্গীতায়ন সঙ্গীত বিদ্যালয়, সৃষ্টি কালচারাল ড্যান্স একাডেমি ও ছন্দনীড় সংস্থার উল্লেখযোগ্য নিবেদন দর্শক-শ্রোতাদের মন কাড়ে। স্বরবাক -এর শিল্পী সদস্য শ্রাবন্তী সাহা, নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অদ্রিজা, কাঞ্চন এবং অন্যান্য সদস্যদের টিমওয়ার্ক প্রশংসনীয়। সংস্থার সভাপতি ড. রুনু মুখোপাধ্যায়, সহ-সভাপতি দীপক চট্টোপাধ্যায় প্রমুখের ভূমিকা উল্লেখযোগ্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
