দুর্গাপুর: ২০১৭ সালে ১৪ নভেম্বর ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই ট্যাগের শিরোপা পায় বাংলা। তারপর থেকেই প্রতিবছর এই দিনে পালিত হয়ে আসছে রসগোল্লা দিবস। দুর্গাপুরের মামরা বাজারের মনরমা সুইটস এই দিন ক্রেতাদের বিনামূল্যে রসগোল্লা খাইয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না। লঙ্কা রসগোল্লা, ব্লুবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা সহ নানা ধরণের রসগোল্লার স্বাদ নিলেন ক্রেতারা। দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ জানান, প্রতি বছর তাঁরা এভাবেই দিনটি পালন করে থাকেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিনামূল্যে রকমারি ফ্লেভারের রসগোল্লা খেতে ভিড় করেন ক্রেতাদের অনেকেই। লাইন দিয়ে দাঁড়িয়ে রকমারি রসগোল্লার স্বাদ নিলেন তাঁরা। স্কুল পড়ুয়াদের দেখা মাত্র প্লেট ভর্তি রসগোল্লা এগিয়ে দিল বিক্রেতারা। এক ক্রেতা শিল্পী মৈত্র বলেন, “আমি এসেছিলাম মিষ্টি কিনতে। কিন্তু আমাকে বিনামূল্যে প্লেট ভর্তি রসগোল্লা ধরিয়ে দিল দোকানদার। বলল, আজ রসগোল্লা দিবস, তাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।