দুর্গাপুরে শুরু হল তাঁত মেলা, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত

দুর্গাপুরে শুরু হল তাঁত মেলা, চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে মঙ্গলবার থেকে শুরু হল তাঁতশিল্প মেলা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে হস্ত তাঁত প্রদর্শনীর উদ্বোধন হল এদিন বিকেলে। মেলার উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ।

দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাঁদের হাতের তৈরি তাঁতের সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ৬০টি স্টল করা হয়েছে। মেলা শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। প্রতিদিন এই মেলা খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “প্রচারের অভাব রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে মেলা। কিন্তু প্রচার না হলে মানুষ আসবে কি করে? প্রচারের বিষয়ে ধ্যান দেওয়া দরকার।” বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বেশি বেশি হোর্ডিং দিতে হবে। মেলা প্রাঙ্গণ হয়ে বাসের ব্যবস্থা করতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!