লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন, দুর্গাপুর নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, উচ্চপদে রদবদল

লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন, দুর্গাপুর নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, উচ্চপদে রদবদল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

হিন্দিভাষী ভোটারদের লক্ষ্য করেই কি এই পদক্ষেপ?

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের। উচ্চপদে রদবদল। হিন্দিভাষী ভোটারদের লক্ষ্য করেই কি এই পদক্ষেপ? তেমনটাই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীতে রদবদল করা হল। ভাইস চেয়ারপার্সেন হলেন ধর্মেন্দ্র যাদব। দলের প্রবীণ নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন ভাইস চেয়ারপার্সেন হিসাবে দায়িত্ব দেওয়া হল ধর্মেন্দ্র যাদবকে।

শনিবার পুর ও নগরোন্নয়ন দফতর থেকে জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর দুর্গাপুর পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রশাসনিক দায়িত্ব যায় পাঁচ সদস্যের প্রশাসকমণ্ডলীর হাতে। চেয়ারপার্সেন হন প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারপার্সেন ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অন্য সদস্যরা ছিলেন ধর্মেন্দ্র যাদব, দীপঙ্কর লাহা ও রাখি তিওয়ারি।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তবে শনিবারের নির্দেশিকায় দেখা গেছে, প্রশাসকমণ্ডলীর সদস্যরা অপরিবর্তিত থাকলেও শুধু ভাইস চেয়ারপার্সেন পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন ভাইস চেয়ারপার্সেন ধর্মেন্দ্র যাদব বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা সহকারে পালন করব। পুর পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাব।” দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দিভাষী ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল হিসেবেই ধর্মেন্দ্র যাদবকে এই পদে বহাল করা হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!