অবসরের দিনে স্কুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষিকা

অবসরের দিনে স্কুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষিকা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবসরের দিনে স্কুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষিকা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সগড়ভাঙা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষিকা শ্রাবণী ভট্টাচার্য ১৯৯০ সালে স্কুলে পা রেখেছিলেন। আজ ৩৪ বছর পর, সেই শ্রাবণী দিদিমণি অবসর নিলেন। বিদায় বেলায়, চোখ ভেজা ছাত্রছাত্রীদের মাঝখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, অবসরকালীন প্রাপ্য থেকে তিনি এক লক্ষ টাকা স্কুলের উন্নয়নের জন্য দান করছেন।

একজন শিক্ষিকার পক্ষ থেকে এ কেবল অর্থ দান নয়, এ এক শিক্ষা, কীভাবে স্কুলকে নিজের সংসার ভাবতে হয়, ছাত্রদের আপন করে নিতে হয়। আবেগে আপ্লুত হয়ে স্কুলের প্রধান শিক্ষক রাজীব চট্টোপাধ্যায় বললেন, “শ্রাবণীদি চলে যাচ্ছেন না, তিনি আমাদের হৃদয়ে রয়ে যাবেন। উনি আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবেন।” বিদায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেক প্রাক্তন ছাত্রছাত্রী। তাঁদের কেউ পুলিশ অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শ্রাবণী দিদিমণি বলেন, “অবসর মানে বিদায় নয়। আমি আবারও আসব, খোঁজ নেব ছেলে-মেয়েদের। স্কুলই তো আমার দ্বিতীয় বাড়ি।” রাত্রি মিশ্র নামের এক ছাত্রী বলেন, “আমাদের সবার খুব প্রিয় ছিলেন শ্রাবণী দিদিমণি। উনি থাকলে হয়তো পদার্থবিদ্যা আর একটু ভালো করে পড়তে পারতাম। কিন্তু ওনার সময় হয়ে এসেছে। তাই ওনাকে অবসর নিতে হচ্ছে। কষ্ট তো একটু হচ্ছেই।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
অবসরের দিনে স্কুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষিকা
News
অবসরের দিনে স্কুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দান করলেন শিক্ষিকা
:
বিদায় বেলায়, চোখ ভেজা ছাত্রছাত্রীদের মাঝখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, অবসরকালীন প্রাপ্য থেকে তিনি এক লক্ষ টাকা স্কুলের উন্নয়নের জন্য দান করছেন।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!