
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বাজারে চাকরির কোনও অভাব নেই। শিক্ষার্থীদের শুধু নিজেদের দক্ষ করে তুলতে হবে। এমনটাই মনে করেন বিসি রায় কলেজ সোসাইটির মুখ্য উপদেষ্টা ড. সৈকত মৈত্র। বিসি রায় পলিটেকনিক কলেজে সম্প্রতি দুই দিনের টেক ফেস্টের আয়োজন করা হয়। ৬ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দক্ষ শিক্ষার্থীদের জন্য চাকরির কোনও অভাব নেই।”
টেক ফেস্টের উদ্বোধন করেন এনআইটি দুর্গাপুরের ইটিসি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার ভট্টাচার্য। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, টেক ফেস্টে একটি মডেল প্রদর্শন করাই যথেষ্ট নয়। ফেস্ট পেরিয়ে গেলে সেই মডেল আরও কী করে উন্নত করে তোলা যায় সেদিকে নজর দিতে হবে। সমাজের কাজে লাগবে তেমন বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবনা চিন্তা করার পরামর্শ দেন তিনি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্বাগত বক্তব্য রাখেন ড. চন্দন কুমার ঘোষ, অধ্যক্ষ ড. বিসি রায় পলিটেকনিক। তিনি বলেন, “টেক ফেস্ট হল একটি সাধারণ প্রতিযোগিতামূলক মঞ্চ, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাগুলি প্রদর্শন করার সুযোগ পায়। মঙ্গল, চন্দ্র এবং সূর্যের অনুসন্ধানে আমরা অনেক দূর এগিয়ে থাকলেও, আমরা উদ্ভাবনী চিন্তা ভাবনায় পিছিয়ে আছি।”
ডঃ. সৈকত মৈত্র জানান, সম্প্রতি বিশ্বব্যাপী দেশীয় উৎপাদনের রফতানি এবং বিদেশের সামগ্রীর আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রবণতা চিন্তাজনক হয়ে উঠেছে। স্বনির্ভরতা অর্জনের জন্য উদ্ভাবনী এবং দক্ষ মানব সম্পদ অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং, জাতির কাজে লাগতে গেলে শিক্ষার্থীদের উদ্ভাবন এবং উপযুক্ত দক্ষতা অর্জন করতে হবে। বিসি রায় সোসাইটির সদস্য ড. অঙ্কিতা মিত্র টেক ফেস্টের সাফল্য কামনা করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
