দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে সকাল থেকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
 
						দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালের অস্থায়ী কর্মীরা মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে প্রায় সব বিভাগই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় সিআইএসএফ বাহিনী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শ্রমিকদের অভিযোগ, ২০১৭ সাল থেকে তাদের মজুরি বৃদ্ধি হয়নি। হাসপাতালে প্রায় ৩০০ অস্থায়ী কর্মী কাজ করেন। একাধিকবার দাবি জানানো সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। অস্থায়ী কর্মী তৃপ্তি চক্রবর্তী জানান, “আমরা বহুবার মজুরি বৃদ্ধির দাবি করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়েই কাজ বন্ধ করেছি। যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে সকাল থেকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
অস্থায়ী কর্মী তৃপ্তি চক্রবর্তী জানান, “আমরা বহুবার মজুরি বৃদ্ধির দাবি করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়েই কাজ বন্ধ করেছি।
Published By
							Arpita Majumder
							
							


 
			 
			 
			 
			 
			