আসানসোলের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৩

দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোলের বৈশালী পার্ক এলাকার একটি বাড়িতে আগুন লাগে শনিবার রাতে। অগ্নিদগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকার ওই বাড়ির নীচ তলা থেকে শনিবার রাতে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়রা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃতদের নাম কেবল চন্দ, গায়েত্রী চন্দ ও বাবলু সিং। ওই বাড়িতে কেবল চন্দ ও তাঁর স্ত্রী গায়েত্রী চন্দ ছাড়াও ছিলেন মেয়ে শিল্পা সিং ও জামাই বাবলু সিং। স্থানীয়দের দাবি, গভীর রাতে ওই বাড়িতে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বাড়ির ভিতরেই তিনজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। শিল্পাকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
রবিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘরের ভিতরে তিনটি দগ্ধ দেহ পড়ে আছে। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক দল এসে নমুনা সংগ্রহ করার পরেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলেই মনে করা হচ্ছে। কারণ, সেক্ষেত্রে এমসিবি সুইচ পড়ে যেত। পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

